কুমিল্লায় ভাই-ভাতিজাদের হাতে বাস চালক খুন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৪ ১৬:৩৪:০৫


কুমিল্লার বরুড়ায় মো.শাহজাহান (৫৫) নামের এক বাস চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর আপন ভাই ও ভাতিজার বিরুদ্ধে। এ সময় নিহতের স্ত্রী ও সন্তানকেও আহত করা হয়। উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

রোববার (১৪ মার্চ) নিহতের মহদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত শাহজাহান এনা পরিবহনের বাস চালক ছিলেন। পাঁচ ছেলে ও এক মেয়ের জনক শাহজাহান ওই গ্রামের আইয়ুব আলীর ছেলে।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত নিহতের ভাই সোলয়মান মিয়া ও তার দুই ছেলেকে আটক করেছে পুলিশ। পলাতক রয়েছেন সোলায়মানের আরও দুই ছেলে।

নিহতের স্ত্রী আয়েশা আক্তার জানান, স্বামী শাহজাহানের সঙ্গে তাঁর সোলায়মানের দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার রাত ১টার দিকে ঘরে ডুকে সোলায়মান ও তার ছেলেরা দা-ছুরি দিয়ে কুপিয়ে তাঁর স্বামীকে হত্যা করেছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন, ‘আমরা এখন ঘটনাস্থলে পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার ঘটনায় পুলিশের তদন্ত চলছে’।