এলজিইডির অগ্রগতি তুলে ধরলেন বাদল চন্দ্র কির্ত্তনিয়া

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৩-১৪ ১৬:৩৮:০১


স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এর পাংশা উপজেলা প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনিয়া বলেছেন, রাজবাড়ীর পাংশা উপজেলায় চলমান ১৪৩৮২.৫৭ লক্ষ টাকার কাজ বাস্তবায়ন একটি বিরাট চ্যালেঞ্জ হলেও বর্তমান অর্থবছরে এ বিভাগে কাজের গড় অগ্রগতি ৮০% যা সন্তোষজনক।

পূর্ত কাজের গুণগত মানের ব্যাপারে কোন প্রকার আপােষ করা হবে না। বাংলাদেশ সরকারের নির্বাচনী ইস্তেহারের সঙ্গে সংগতি রেখে প্রকল্পের কাজ দ্রুততার সাথে বাস্তবায়নের জন্য আমাদের প্রকৌশল বিভাগের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি।

রোববার (১৪ মার্চ) সকালে পাংশা উপজেলা কমপ্লেক্স ভবনের এলজিইডি কার্যালয়ে পাংশা উপজেলায় এলজিইডির চলমান ৪১টি প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সাথে পর্যালােচনা করেন উপজেলা প্রকৌশলী (প্রমোশন প্রাপ্ত নির্বাহী প্রকৌশলী) বাদল চন্দ্র কির্ত্তনিয়া। এছাড়াও পিইডিপি-৪ সহ প্রাথমিক ও গণশিক্ষা কর্মসূচির আওতায় নির্মিতব্য প্রাথমিক বিদ্যালয় প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা করেন তিনি।

রাজবাড়ীর পাংশায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ২০২০-২০২১ অর্থ বছরে ৪১টি প্রকল্প বাস্তবায়নের পথে। এতে ব্যয় ধরা হয়েছে ১৪৩৮২.৫৭ লক্ষ টাকা। এ বছরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ প্রস্তাবিত মোট স্কীমের বা প্রকল্পের আশি শতাংশ স্কীম বা প্রকল্প গ্রহণ করেছে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এই প্রকৌশলী আরো জানান, এ পর্যন্ত মোট স্কীমের প্রায় আশি শতাংশ কাজের অগ্রগতি সন্তোষজনক। বাকি স্কীমের কাজগুলোও খুব স্বল্প সময়ের মধ্যেই যথাযথ মান বজায় রেখে শেষ হবে। যে কোনো স্কীম বাস্তবায়নের ক্ষেত্রে যথাযথ মান বজায় রেখে সঠিক সময়ের মধ্যে কাজ সমাপ্ত করার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।