স্কুলের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-০৩-১৪ ১৬:৫৯:১৫
ভোলার তজুমদ্দিনে নির্মানাধীন দক্ষিণ-পশ্চিম চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের সেফটি ট্যাংকির ভেতরে ঢুকে কাজ করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ মার্চ) দুপুরে উপজেলার চাচড়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
তজুমদ্দিনের উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মো. রাকিব (৩৫), সাদ্দাম (৩০) ও আলাউদ্দিন (৩৫)। এদের মধ্যে রাকিব ও সাদ্দাম তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর খাসের হাট এলাকার বাসিন্দা এবং আলাউদ্দিন একই উপজেলার চাচড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
চাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন হান্নান এসব তথ্য জানান।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার উপজেলার চাচড়া ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকির কাজ চলছিলো। এ সময় সেপটিক ট্যাংকে কাজ করছিলেন রাকিব ও সাদ্দাম। ট্যাংকে গ্যাস ক্রিয়া শুরু হলে রাবিক ও সাদ্দাম চিৎকার করতে থাকেন। তাদের উদ্ধারে আলাউদ্দিন ঘটনাস্থলে গেলে তিন জনেরই মৃত্যু হয়।
খবর পেয়ে তজুমদ্দিন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে উদ্ধার করে।
এদিকে, সেফটি ট্যাংকিতে পড়ে ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।