১৭ই মার্চ উপলক্ষে নোবিপ্রবির দিনব্যাপী কর্মসূচির আয়োজন
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপডেট: ২০২১-০৩-১৪ ১৭:৫১:৪৩
আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আয়োজিত হতে যাচ্ছে দিনব্যাপী কর্মসূচি।
গত ১০ই মার্চ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের ব্যক্তিগত শাখা থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব মো. জসিম উদ্দিন এবং রেজিস্ট্রার দপ্তরের ব্যক্তিগত শাখার সেকশন অফিসার ইয়াসিন জাবেদ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে ১৭ই মার্চ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি সম্পর্কে তথ্য প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে ১৭ই মার্চ রাত ১২ঃ০১ মিনিটে আতশবাজি, ১০ঃ০০ মিনিটে কর্মসূচীর উদ্বোধন, র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, কেক কাটা, পথশিশুদের নিয়ে চলচিত্র প্রদর্শন, পথশিশুদের মধ্যে দুপুরের খাবার বিতরণ, নোবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া, পথশিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। এছাড়াও, উক্ত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কামনা করা হয়।
প্রসঙ্গত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।
সানবিডি/এনজে