কুপ্রস্তাবে ‘হ্যাঁ’ না বলায় গৃহবধূকে হত্যা, আসামি আটক

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৩-১৫ ১২:১২:৪৩


কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূ রঙ্গিলা খাতুন (৩৬) হত্যাকাণ্ডের মূল আসামি শাহাবুল ইসলামকে (২৬) পুলিশ আটক করেছে। সে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বীজনগর গ্রামের তৌহিদুল ইসলাম মালিথার ছেলে।

সোমবার (১৫ মার্চ) ভোরে পুলিশ তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে।

এ সময় পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো হাসুয়া উদ্ধার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুর রহমান জানান, শনিবার বিকেলে নওদাপাড়া গ্রামের গৃহবধূ রঙ্গিলা বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে যায়। এ সময় ওই যুবক তাকে কুপস্তাব দেয়। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

পরের দিন রোববার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকার গঙ্গা-কপোতাক্ষ (জিকে) ক্যানেলের পার্শ্ববর্তী একটি তামাক ক্ষেতের ভেতর থেকে গৃহবধু রঙ্গিলা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, শাহাবুল একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।