দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ সাবমেরিন কেবল
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৫ ১৬:৫২:১৯
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২২ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪০৭ বারে ১৭ লাখ ২৬ হাজার ৫৯০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩০ কোটি ৮৮ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা অগ্রণী ইন্স্যুরেন্সের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৭৭ বারে ১৮ লাখ ৯২ হাজার ২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৪২ বারে ৫৪ হাজার ৪৩৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৭৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- দেশ গার্মেন্টসের ৫ দশমিক ৭৬ শতাংশ, আইডিএলসির ৫ দশমিক ৪৩ শতাংশ, রবি আজিয়াটার ৫ দশমিক ১৫ শতাংশ, এপেক্স ফুটসের ৪ দশমিক ৮৬ শতাংশ, বঙ্গজের ৪ দশমিক ৭৯ শতাংশ, রহিমা ফুডের ৪ দশমিক ৭০ শতাংশ ও প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৪:৫২/১৫/৩/২০২১