জেরুজালেমে দূতাবাস চালু করলো কসোভো

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৫ ২০:৫৬:৪৩


এবার ইউরোপের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জেরুজালেমে দূতাবাস চালু করেছে কসোভো।

এ ব্যাপারে রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরই দূতাবাস চালুর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আনুষ্ঠানিকভাবে ইসরাইলের জেরুজালেম শহরে কসোভোর দূতাবাস চালু করা হয়েছে বলে ওই বিবৃতিতে বলা হয়। খবর আল জাজিরার।

গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিস ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার পর ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নেন কসোভোর বিদায়ী প্রধানমন্ত্রী আবদুল্লাহ হোতি।

ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা জেরুজালেম। ফিলিস্তিনিরা জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে মেনে রাষ্ট্র গঠন করতে চায়। কিন্তু তেলআবিব থেকে সরিয়ে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করেছে ইসরাইল।

সানবিডি/এনজে