পন্যবাহী জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৬ ১৪:৫৯:০৭
ভূমধ্যসাগরীয় এলাকায় ‘শাহরি কর্ড’ নামের ইরানের একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় ইসরাইলের সংশ্লিষ্টতা পেয়েছে তেহরান।
সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভিদ জারিফ এ হামলার উপযুক্ত প্রতিশোধ নেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন । খবর মিডল ইস্ট আইয়ের।
ইরানের তদন্ত কমিটি তাদের পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় ইসরাইলের সংশ্লিষ্টতা পাওয়ার একদিন পর এ হুশিয়ারি দেন।
এ ব্যাপারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ সোমবার এক ব্রিফিংয়ে বলেন, পণ্যবাহী জাহাজে হামলার জবাব কীভাবে দেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে।
ওই জাহাজটিকে লক্ষ্য করে গত বুধবার বিস্ফোরক ছোড়া হয় বলে শুক্রবার দাবি করেছেন রাষ্ট্রীয় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানের মুখপাত্র আলী গিয়াসিয়ান।
এ ঘটনায় জাহাজটিতে আগুন ধরে যায়। তবে খুব দ্রুত এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন জাহাজটির ক্রুরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়।
সানবিডি/এনজে