এ জেড এম আনাস এর মুত্যুতে ইআরএফের শোক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৬ ১৬:২৩:২১


ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সিনিয়র সদস্য ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার ইকোনমিক এডিটর এ জেড এম আনাস এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংগঠনটি।

ইআরএফ সভাপতি শারমীন রিনভী ও সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম এক শোক বার্তায় বলেন, আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী মেধাবী এই সাংবাদিকের মৃত্যুতে বাংলাদেশের সংবাদমাধ্যমের অপূরণীয় ক্ষতি হলো। আবু আনাসের মৃত্যুতে দেশ ইংরেজী ভাষায় দক্ষ একজন সেরা সাংবাদিককে হারালো।

তিনি দেশের একমাত্র সাংবাদিক যিনি ২০১৯ সালে প্রিন্স আলবার্ট টু অফ মোনাকো অ্যান্ড ইউএনসিএ অ্যাওয়ার্ডস ফর কাভারেজ অফ ক্লাইমেট চেইঞ্জ (Prince Albert II of Monaco and UNCA Awards for coverage of Climate Change) বিষয়ে গোল্ড মেডেল অর্জন করেন।

আজ ১৬ মার্চ মঙ্গলবার সকালে ঢাকায় নিজ বাসায় অসুস্থবোধ করলে হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

এ জেড এম আনাস দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। তিনি দুই সন্তান ও স্ত্রীসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। প্রেস ক্লাবে জানাযা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।