পায়রা বন্দর উন্নয়নে ৫৫০০ কোটি টাকা দিবে সোনালী ব্যাংক

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-১৬ ১৭:০৭:৪৭


দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ পায়রাবন্দরে অবকাঠামোগত উন্নয়নের জন্য সাড়ে পাঁচ হাজার কোটি টাকা অর্থায়ন করবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক।

সোমবার (১৫ মার্চ) অর্থবিভাগে সোনালী ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও পায়রাবন্দর কর্তৃপক্ষের মধ্যে এ সংক্রান্ত ত্রিপক্ষীয় ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশগ্রহণ করেন। এই চুক্তির আগে প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল’ এর উদ্বোধন করেন এবং ওই তহবিল থেকে ‘পায়রাবন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেইনেন্স ড্রেজিং’ শীর্ষক স্কিমে প্রথম এই তহবিল উদ্বোধন করেন।

সোনালী ব্যাংকের মাধ্যমে পায়রাবন্দরের ৫৫০০ কোটি টাকার অর্থায়নই হচ্ছে এই তহবিল থেকে দেশের সর্বপ্রথম অর্থায়ন।

সানবিডি/এনজে