উপসচিব পদমর্যাদার ৩৫ কর্মকর্তাকে বদলি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৬ ১৮:৩০:৩৯
সরকারের উপসচিব পদমর্যাদার ৩৫ কর্মকর্তাকে জেলা প্রশাসকের অধীন স্থানীয় সরকারের উপপরিচালক পদে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তাদের চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করে জেলা প্রশাসকের অধীন স্থানীয় সরকারের উপপরিচালক করা হয়েছে।
বদলি হওয়া ৩৫ জনের মধ্যে ৩৪ জন বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে কর্মরত আছেন। আর বাকি একজন আছেন রংপুর সেনানিবাসের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।