আজ সারাদেশে সব শপিং মল-মার্কেট বন্ধ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৭ ১২:২৪:১০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার সারাদেশের সব শপিং মল, মার্কেট ও দোকান বন্ধ বন্ধ রয়েছে।
তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, কাঁচাবাজার এবং ওষুধের দোকান খোলা রয়েছে।
গত রোববার দোকান মালিক সমিতি এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ সব দোকান ও মার্কেট বন্ধ রয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার সারাদেশে মার্কেট ও দোকান বন্ধ।
একই সঙ্গে মার্কেটগুলোতে আলোকসজ্জা করার জন্য দোকান মালিকদের অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।