সুন্দরবনে বাঘের আক্রমণে বাওয়ালি নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৩-১৭ ১৩:৩৯:২২


সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে গোলপাতা কাটার সময় ‘বাঘের আক্রমণে’ এক বাওয়ালি নিহত হয়েছেন।

নিহত আবুল কালাম (৪৫) ওই রেঞ্জের ছোট কূপট গ্রামের মতিয়ার গাজির ছেলে।

সাতক্ষীরা রেঞ্জের ৪৮ নম্বর কম্পার্টমেন্টে ভেতরে পায়রাটুলিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে বাঘটি আক্রমণ করে বলে রেঞ্জের সহকারী বন সংরক্ষক আবু হাসান জানান।

তিনি বলেন, বওয়ালিরা দলবদ্ধ হয়ে গোলপাতা কাটার সময় একটি বাঘ কালামকে আক্রমণ করে। বাঘ তাকে টেনেহিঁছড়ে সুন্দরবনের ভেতরে নিয়ে যায়। সহকর্মীদের ডাক-চিৎকারে বাঘ মরদেহ ফেলে পালিয়ে যায়। পরে মরদেহ উদ্ধার করেন তার সহকর্মীরা।