সাউথ বাংলা ব্যাংকের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৭ ১৬:১৪:২২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উদযাপন করেছে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স (এসবিএসি) ব্যাংক।
মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে দিবসটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম চৌধুরী।
এ সময়ে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ ও মোঃ কামাল উদ্দিন, ট্রেজারি বিভাগের প্রধান মোহাম্মদ আসাদুল হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল মান্নান, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজমসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।