আইসিএমএবি ও ভ্যাট অনলাইন প্রজেক্টের সমঝোতা চুক্তি স্বাক্ষর

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৭ ১৯:৪৪:২২


জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট কর্মকর্তাদের নিরীক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদানের লক্ষে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর ) ভ্যাট অনলাইন প্রজেক্ট একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

এ উপলক্ষ্যে ১৬ মার্চ এনবিআর এর ভ্যাট অনলাইন প্রজেক্ট এর অফিসে আইসিএমএবি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ্ ও ভ্যাট অনলাইন প্রজেক্টের প্রকল্প পরিচালক ও কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন।

এ সময় ইন্স্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট ও সাফা প্রেসিডেন্ট জনাব এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ ভাইস প্রেসিডেন্ট জনাব মো. মনিরুল ইসলাম এফসিএমএ, সচিব কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, কাউন্সিল সদস্য জনাব মো. আলী হায়দার চৌধুরী এফসিএমএ, আইসিএমএবি’র ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের কাউন্সিলরবৃন্দসহ অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।