দর পতনের শীর্ষে পিপলস ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৩-১৮ ১৫:৫৪:৩২


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৫৫ বারে ১ লাখ ৯৬ হাজার ৩০২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লুব-রেফের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭ হাজার ২০৮ বারে ৩০ লাখ ৬৭ হাজার ২৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৫৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা থাকা ফাইন ফুডসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯৮৯ বারে ৮ লাখ ৭০ হাজার ১১৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৩১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৪৬ শতাংশ, এসএস স্টিলের ৬ দশমিক ০৯ শতাংশ, বে লিজিংয়ের ৬ দশমিক ০৬ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৯৪ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৫ দশমিক ৯৩ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৯২ শতাংশ ও অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫ দশমিক৬৮ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৫:৫১/১৮/৩/২০২১