ব্লক মার্কেটে লেনদেন ৬৪ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৮ ১৬:২৮:৪০
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৮টি কোম্পানির সাড়ে ৬৪ কোটি টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ২৫ লাখ ৮৮ হাজার ৭৪৬টি শেয়ার ৩২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬৪ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৯ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে ইউনিলিভারের। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ কোটি ৬২ লাখ ৮৪ হাজার টাকার বৃটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৯৪ লাখ ৭১ হাজার টাকার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।
এছাড়া আমান কটনের ৫ লাখ ৪৪ হাজার টাকার, বিকন ফার্মার ৬ লাখ ৫ হাজার টাকার, বেক্সিমকোর ৪৭ লাখ ১৮ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২৭ লাখ ৭ হাজার টাকার, ডিবিএইচের ৫ লাখ টাকার, জিবিবি পাওয়ারের ১ কোটি ৩৭ লাখ ১৬ হাজার টাকার, জেনেক্সের ৭ লাখ ৪৪ হাজার টাকার, গ্রামীণফোনের ৬৮ লাখ ৮০ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ২০ লাখ ৬০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৫ লাখ টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ১৩ লাখ ৯৭ হাজার টাকার, রবি আজিয়াটার ৫ লাখ ৩ হাজার টাকার, সমতা লেদারের ৫ লাখ ১ হাজার টাকার, সিমটেক্সের ১০ লাখ ৬৬ হাজার টাকার এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৫ লাখ টাকার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১৬:২৮/১৮/৩/২০২১