দুর্বৃত্তদের আগুনে পুড়ল ১২শ’ মণ আলু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৩-১৮ ১৮:১৭:৪৭
মুন্সিগঞ্জ সদর উপজেলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে ১২শ’ মণ আলু পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার আঁধারা ইউনিয়নের রাঢ়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কৃষক খোকন দেওয়ানের দুটি এবং দেলোয়ার দেওয়ান, সালাউদ্দিন চৌধুরী ও আব্দুল হাই চৌধুরীর একটি করে আলুর স্তূপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কৃষক খোকন দেওয়ানের ভাতিজা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সুরুজ মিয়া বলেন, ‘গভীর রাতে পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা আলুর স্তূপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। পাঁচটি স্তূপে থাকা প্রায় ১২শ’ মণ আলু পুড়ে নষ্ট হয়ে যায়। এতে ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছি।’
তিনি আরও বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনা আগে কখনো হয়নি। তবে যারাই এরসঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’