যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-১৯ ১৮:৫১:১০


শনিবার ২০ মার্চ ওয়ানডে সিরিজে দিয়ে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তবে টাইগাররা মাঠে নামা মানে সারাদেশের চোখ থাকবে টেলিভিশনের পর্দায়। এবার খেলা দেখা যাবে ৪ ভাবে।

বিটিভিতে দেখা যাবে খেলা। একই সাথে কনসোর্টিয়াম প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের জন্য সিরিজের সম্প্রচার স্বত্ব কিনেছে গাজী টিভি (জিটিভি) ও বাংলাদেশের স্পোর্টস ভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টস ও টাইগার ও কিউদের খেলা দেখা যাবে। টিভির পাশাপাশি অনলাইনে ম্যাচ উপভোগ করতে চাওয়া দর্শকেরা ইউটিউবে র‍্যাবিটহোলবিডি চ্যানেলে দেখা যাবে সিরিজটি।

আগামী ২০ মার্চ শনিবার থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজটি। শুরুতে ওয়ানডে সিরিজে মাঠে নামবে দুই দল।

এক নজরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি

ওয়ানডে সিরিজ :

১ম ওয়ানডে : ২০ মার্চ, ইউনিভার্সিটি ওভাল, ডানেডিন ( ভোর ৪ টায়)

২য় ওয়ানডে : ২৩ মার্চ, হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চে ( ভোর ৭ টায়)

৩য় ওয়ানডে : ২৬ মার্চ, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন ( ভোর ৪ টায়)

টি-টোয়েন্টি সিরিজ :

১ম টি-টোয়েন্টি : ২৮ মার্চ, সেডন পার্ক, হ্যামিল্টন ( ভোর ৭ টায়)

২য় টি-টোয়েন্টি : ৩০ মার্চ, ম্যাকলিন পার্ক, নেপিয়ার ( দুপুর ১২ টায়)

৩য় টি-টোয়েন্টি : ১ এপ্রিল, ইডেন পার্ক, অকল্যান্ড ( দুপুর ১২ টায়)