সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২০ ১১:৪৬:৫৯
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৬৬ লাখ ৫১ হাজার ৮৯৪ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ২৯৯ কোটি ৯২ লাখ ২১ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা রবি আজিয়াটার ২ কোটি ৯৯ লাখ ১ হাজার ২৮৯ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৩ কোটি ৯ লাখ ৫২ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৩ কোটি ২৩ লাখ ৮৯ হাজার ১১ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১১ কোটি ৫০ লাখ ৫৯ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লাফার্জহোলসিমের ১০০ কোটি ৫৫ লাখ ১৯ হাজার টাকার, সামিট পাওয়ারের ৮৮ কোটি ২৮ লাখ ৩৯ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৮৪ কোটি ৯৪ লাখ ৪৮ হাজার টাকার, লুব-রেফ বাংলাদেশে ৭৮ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৭৮ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ৭৪ কোটি ৭৮ লাখ ২৮ হাজার টাকার ও বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৬১ কোটি ৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১১:৪৬/২০/৩/২০২১