সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আজিজ পাইপস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২০ ১১:৫৮:৩১


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আজিজ পাইপস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২০ দশমিক ৯২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৫ কোটি ৭৭ লাখ ১১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯৪ লাখ ২৭ হাজার ৭২৫ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিমা ফুডের দর বেড়েছে ১৯ দশমিক ৬৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২ কোটি ৯৯ লাখ ২২ হাজার ২৫০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টসের বেড়েছে ১৩ দশমিক ৬৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২ কোটি ৫৬ লাখ ৭৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৪ লাখ ১৯ হাজার ২৫০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–আরামিটের ১৩ দশমিক ০২ শতাংশ, সোনালী আঁশের ১২ দশমিক ২৬ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৯ দশমিক ৮৬ শতাংশ, স্টাইলক্রাফটের ৮ দশমিক ৩৪ শতাংশ, সিলকো ফার্মার ৮ দশমিক ০৪ শতাংশ, ইসলামী ব্যাংকের ৭ দশমিক ২৮ শতাংশ ও আনলিমা ইয়ার্নের শেয়ার দর ৭ দশমিক ২৩ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১১:৫৮/২০/৩/২০২১