সাপ্তাহিক দর পতনের শীর্ষে লুব-রেফ
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৩-২০ ১২:১১:৫০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লুব-রেফ বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ২১ দশমিক ২১ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৭৮ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৯ কোটি ৭০ লাখ ৯৭ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিড মিলসের দর কমেছে ১৩ দশমিক ১৫ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ১০ কোটি ৬৪ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৬৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্সের দর কমেছে ১২ দশমিক ৮৫ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪ কোটি ৮৭ লাখ ৮১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ২১ লাখ ৯৫ হাজার ২৫০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-পিপলস ইন্স্যুরেন্সের ১২ দশমিক ৩৬ শতাংশ, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৮০ শতাংশ, এসোসিয়েটেড অক্সিজেনের ১১ দশমিক ৭৪ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ১১ দশমিক ৫৭ শতাংশ, বাংলাদেশ ফাইন্যান্সের ১১ দশমিক ৫২ শতাংশ, আইডিএলসির ১১ দশমিক ৪৭ শতাংশ ও ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ১০ দশমিক ৭৬ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ
সানবিডি/এসকেএস/১২:১০/২০/৩/২০২১