চরফ্যাশনে পুকুরে মিলল ৮ ইলিশ!

উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৩-২০ ১৬:০২:১৬


অবাক করা ঘটনা হলেও সত্যি। ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি মুকরি ইউনিয়নের এক পুকুর থেকে আটটি ইলিশ মাছ ধরা পড়েছে। প্রতিটি ইলিশের ওজনই ১ কেজির ওপরে। মেঘনা মোহনায় ও সাগর পারের মানুষ এই প্রথম পুকুর বা ঘেরে ইলিশ দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন।

জানা গেছে, শুক্রবার (১৯ মার্চ) পুকুরটি সেচ দিয়ে মাছ ধরার সময় ইলিশগুলো ধরা পড়ে। পুকুরে ধরা ইলিশ দেখতে এ সময় হাজারো মানুষের ঢল নামে এলাকায়।

স্থানীয় প‌রিবার উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপক মো. আনিচ হাওলাদার জানান, আবুল হা‌সেম মহাজ‌নের এক‌টি পুকুরে সেচ দিয়ে মাছ ধর‌ছিলেন স্থানীয় জে‌লেরা। ওই সময় বিভিন্ন প্রজাতির মা‌ছের সঙ্গে ইলিশ মাছ দেখতে পান তারা।

তার ধারণা, গত বর্ষায় জোয়া‌রের পা‌নির সঙ্গে ইলিশগুলো পুকুরে প্রবেশ করেছে।

ব‌রিশাল বিভাগীয় মৎস্য অফিসের সহকারী প‌রিচালক এ.এফ.এম নাজমুস সা‌লেহীন জানান, জোয়া‌রের পা‌নি পুকু‌রে প্রবেশ কর‌লে তখন নোনা পা‌নির সঙ্গে ইলিশও প্রবেশ করতে পারে।