করোনায় আক্রান্ত পাক প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২১-০৩-২০ ১৯:০৫:৩৭
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (২০ মার্চ) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এ তথ্য জানিয়েছেন।
টুইটে ফয়সাল সুলতান বলেছেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। বাড়িতে আইসোলেশনে আছেন তিনি।’
পরে পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের পক্ষ থেকে ফয়সাল সুলতানের টুইটটি রিটুইট করা হয়েছে।
মাত্র দুদিন আগেই কোভিড-১৯ এর টিকা নিয়েছিলেন ইমরান খান। এরপরই তার করোনা শনাক্তের খবর প্রকাশ হলো।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের অনলাইন জানায়, শুক্রবার ইমরান খাইবার পাখতুনখাওয়া সফর করেছিলেন। ওই সময় তিনি মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে ভাষণ দেন।
সূত্র: জিও টিভি, ডন নিউজ
/এ এ খান