বিবিএস কেবলসের নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-২০ ১৯:০৩:১৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. আবু নোমান হাওলাদার। এছাড়া কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মোহাম্মদ বদরুল হাসান। আগামী ১ এপ্রিল থেকে তাদের এ নিয়োগ কার্যকর হবে।
বর্তমানে আবু নোমান হাওলাদার বিবিএস কেবলসের এমডি ও মোহাম্মদ বদরুল হাসান কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২০ হিসাব বছরের শেয়ারহোল্ডারদের মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে বিবিএস কেবলস। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও বাকি ১০ শতাংশ স্টক লভ্যাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৩৪ পয়সা। ৩০ জুন প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩২ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৬ টাকা ৭৭ পয়সা।
/এ এ খান