পোশাক খাতে রফতানি আয়ে সুখবর নেই
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২০ ১৯:৩০:৩৯
দেশের তৈরি পোশাক খাতের রফতানি আয়ে কোন সুখবর নেই।নতুন বছরের প্রথম দুই মাসেই রফতানি আয়ে নেতিবাচক প্রবণতা দেখা গেছে। মার্চেও এ ধারা অব্যাহত থাকতে পারে। করোনা পরিস্থিতির উত্তরণ না ঘটলে পোশাকের রফতানি আয়ে সহসাই সুখবর মিলছে না। তবে আগামী জুন-জুলাই থেকে পোশাক খাতের রফতানি আয় ক্রমাগত বাড়তে পারে বলে প্রত্যাশা করছেন পোশাক মালিকরা।
এ ব্যাপারে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘করোনার কারণে বিশ্ব বাজার এখন চ্যালেঞ্জের মুখে। বিশ্ব অর্থনীতি এখনও মন্দার দিকেই রয়েছে। পোশাকের চাহিদা না থাকায় ক্রেতাও নেই। আবার প্রতিযোগিতাও বাড়ছে। এ সব কারণে রফতানি আয় বাড়ছে না।’
তিনি আরও বলেন, ‘রফতানি আয় বাড়াতে আমাদের পণ্যের গুণগত মান বাড়াতে হবে। প্রতিযোগিতা বাড়াতে হবে। আমাদের ডিজাইন, স্টাইল ও সক্ষমতা বাড়াতে হবে।’
সানবিডি/এনজে