এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২১ ২০:৩৪:৫২
আগামী ১ এপ্রিল থেকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৭ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। এবার অন্যান্যবারের মতো শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নেয়া হবে না। রোববার (২১ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে এ তথ্য।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে ফরম পূরণ করা হবে। এছাড়া সম্ভাব্য শিক্ষার্থীদের তালিকা আগামী ২৮ এপ্রিল শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
শিক্ষার্থীরা ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়াই অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। কোনো বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার শেষ তারিখ ৮ এপ্রিল। তবে এর পরে ফি জমা দিতে বিলম্ব ফি প্রদান করতে হবে শিক্ষার্থীদের। এক্ষেত্রে ১০ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বিলম্বসহ ফি প্রদান করতে পারবে।
/এ এ