বাজেটে করপোরেট কর আড়াই শতাংশ কমানোর প্রস্তাব

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৪-৩০ ১২:৩৬:১১


আসন্ন ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে সহজ ব্যবসাবান্ধব দক্ষ আয়কর ব্যবস্থার বাজেট প্রত্যাশা করছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। এ লক্ষ্য সংগঠনের পক্ষ থেকে আয়কর সংক্রান্ত ৪৪টি, ভ্যাট সংক্রান্ত ২১টি ও কাস্টমস আইন সংক্রান্ত পাঁচটি প্রস্তাব জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দেয়া হয়েছে। এছাড়া সংগঠনটির পক্ষ থেকে করপোরেট কর আড়াই শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে।

রোববার এনবিআর সম্মেলন কক্ষে ২০২১-২২ অর্থবছর আলোচনায় অংশ নিয়ে আইসিএবি প্রেসিডেন্ট মাহমুদউল হাসান খসরু সংগঠনের পক্ষে প্রস্তাবনা উপস্থাপন করেন। এ সময় অন্য নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন ও সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

আইসিএবি প্রেসিডেন্ট বলেন, আমরা প্রত্যাশা করছি ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট হবে সহজ ব্যবসাবান্ধব। থাকবে দক্ষ আয়কর ব্যবস্থা। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে করোনা-পরবর্তী ব্যবসা-বাণিজ্য পরিবেশ পুনরুদ্ধার, আয়কর ও মূল্য সংযোজন করের আওতা বৃদ্ধি নিশ্চিত করতে হবে। জনগণকে কর দিতে উৎসাহিত করতে ও সচেতনতা বৃদ্ধি করতে আয়কর সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কর ব্যবস্থা অটোমেশন, রফতানি বহুমুখীকরণ এবং স্থানীয় শিল্পায়ন উৎসাহিত করতে হবে। ফলে বিনিয়োগ, কর্মসংস্থান ও অধিকতর রাজস্ব আহরণ হবে।

সানবিডি/এনজে