শেয়ার বরাদ্দ বিষয়ে ডিএসইর প্রশিক্ষণ বুধবার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৩ ১৩:২৪:১৬


প্রাথমিক গণপ্রস্তাবের (আপিও) শেয়ার বরাদ্দ দেওয়ার বিষয়ে বিভিন্ন ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ইলেকট্রনিক সাবস্ক্রিপশনস সিস্টেম (ইএসএস) প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রো-রাটা অনুযায়ী প্রশিক্ষণ কর্মসূচিটি বুধবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিজিটাল প্ল্যাটফর্মে বুধবার বিকাল সাড়ে ৩টায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কর্মসূচিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ব্রোকারেজ ও মার্চেন্ট ব্যাংকারদের উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৩:২৪/২৩/৩/২০২১