সক্ষমতার অভাবে ভোমরায় আমদানি হচ্ছে না সব ধরণের পণ্য
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-২৩ ১৪:২৯:২৯
পণ্য আমদানির ক্ষেত্রে ব্যস্ত্যতা বাড়লেও পূর্ণাঙ্গ বন্দর হিসেবে সক্ষমতা বাড়েনি ভোমরা স্থলবন্দরের।যে কারণে এই বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি করা যায় না। ব্যবসায়ীরা বলছেন, বন্দর দিয়ে সব পণ্য আমদানি করতে পারলে সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি ব্যবসায়ীরাও লাভবান হবে।
এ ব্যাপারে জানা গেছে, বর্তমানে ভোমরা বন্দর দিয়ে ৭৭টি পণ্য আমদানির অনুমতি রয়েছে। যদিও প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০১৩ সাল থেকেই পূর্ণাঙ্গ বন্দর হিসেবে কার্যক্রম শুরু করে ভোমরা। তবে এত বছর পরও পূর্ণাঙ্গ বন্দরের যে সক্ষমতা থাকা দরকার, তেমন অবকাঠামো নির্মাণ করা সম্ভব হয়নি। ফলে বন্দর দিয়ে চাইলেও এ তালিকার বাইরের কোনো পণ্য আমদানি করা যায় না।
বন্দরসংশ্লিষ্টরার বলছেন, পূর্ণাঙ্গ বন্দরের সক্ষমতা না থাকায় ভোমরা বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানির অনুমতি দেয়া সম্ভব নয়। সব বৈধ পণ্য আমদানি করতে হলে ওয়্যারহাউজের অবকাঠামো উন্নয়নসহ ভারী যন্ত্রপাতি স্থাপন প্রয়োজন। এর কার্যক্রম চলমান রয়েছে।
সানবিডি/এনজে