ময়মনসিংহে ট্রাক চাপায় মা-মেয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৩-২৩ ১৮:৩২:৪৩


ময়মনসিংহে মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) ময়মনসিংহ শম্ভুগঞ্জ মহাসড়কের টুলবক্সের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম রুবিনা আক্তার (২৩)। তিনি সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের পুলিয়ামারী গ্রামের রনি মিয়ার স্ত্রী। তার সঙ্গে মারা যাওয়া মেয়ে শিশুটির বয়স চৌদ্দ মাস।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে দিকে পুলিয়ামারী গ্রাম থেকে রনি মিয়া স্ত্রী-সন্তানসহ মোটরসাইকেল যোগে ময়মনসিংহে আসছিলেন। পথে চাইনামোড় টুলবক্স পার হলে হঠাৎ করে মোটরসাইকেলের পেছন থেকে স্ত্রী রুবিনা ও তার মেয়ে ছিটকে পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রুবিনা মারা যান। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথেই মারা যায়।

এসআই মাহফুজুর রহমান আরও জানান, এ ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।