দেড় ঘণ্টায় সূচক কমেছে ৪৫ পয়েন্ট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৪ ১১:৩৭:৫৫


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৫পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩১৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩ টির, দর কমেছে ১৮২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৮টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৬৭ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৩৮৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১২৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২ টির, দর কমেছে ৮১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৬০ কোটি ৯১ লাখ টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১১:৩৭/২৪/৩/২০২১