হিলিতে ফের কমেছে পেঁয়াজের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৪ ১৩:৫৯:৪১


দিনাজপুরের হিলি স্থলবন্দরে মাত্র দুদিনের ব্যবধানে পাইকারি বাজারে আবারো কমেছে পেঁয়াজের দাম।এই বন্দরে দিয়ে আমদানি বাড়ায় কেজিতে ৩-৬ টাকা করে কমেছে নিত্যপণ্যটির দাম। এর আগে প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজ ২৬-৩২ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৩-২৬ টাকায় বিক্রি হচ্ছে।

এ ব্যাপারে হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, সাড়ে তিন মাস পর গত ২ জানুয়ারি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। তবে আমদানি শুরু হলেও এতে শুল্কারোপ ও দেশীয় পেঁয়াজের দাম কম হওয়ার কারণে কয়েক দিন আমদানির পর গত ২৭ জানুয়ারি থেকে পেঁয়াজ আমদানি ফের বন্ধ হয়ে যায়। সম্প্রতি আবারো দেশীয় পেঁয়াজ সরবরাহ কম ও দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ৩৬ দিন পর ৪ মার্চ ফের আমদানি শুরু হয়।

সানবিডি/এনজে