পাংশায় বিষপানে গৃহবধূর মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৩-২৪ ১৭:৪৮:২৮
রাজবাড়ীর পাংশায় বিষপানে রূপালী (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত রূপালি পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের পালেরডাঙ্গী গ্রামের বাসিন্দা ছিল। বুধবার (২৪ মার্চ) সকালে ঘটনাটি ঘটে।
নিহত রূপালীর পৈতৃক বাড়ি পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ফুলিমাড়া গ্রামে। ১৪ বছরের সাংসারিক জীবনে তার দুই মেয়ে ছিল।
ঘটনা সূত্রে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৩ মার্চ) রূপালীর স্বামী নাসির হোসেন (৩৫) সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী রূপালীকে শারীরিক আঘাত করে। এর জের ধরে বুধবার সকালে বিষপান করে রূপালী। পরে চিকিৎসার জন্য তাকে পাংশা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলেও কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।