কারণ ছাড়া বিদেশ ভ্রমণে ৫ হাজার পাউন্ড জরিমানা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৪ ২০:৩৯:৫০
মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে উপযুক্ত কারণ ছাড়া বিদেশ ভ্রমণ করলে লকডাউন আইনে পাঁচ হাজার পাউন্ড জরিমানা করা হতে পারে। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এমনটাই জানিয়েছেন।
আগামী ২৯ মার্চ সোমবার থেকে নতুন আইনটি কার্যকর হবে। নতুন আইনে সরকারের নির্দিষ্ট অজুহাত (তালিকাভুক্ত) ছাড়া দেশের বাইরে যাওয়া নিষিদ্ধ রয়েছে। খবর দ্য টেলিগ্রাফের।
বর্তমান পরিকল্পনার আওতায় ইংল্যান্ডের মানুষ ১৭ মে থেকে ছুটিতে বিদেশ যেতে পারবে।
বৈদেশিক ভ্রমণের জন্য আইনগতভাবে অনুমোদিত কারণগুলোর মধ্যে রয়েছে বিয়ে, সম্পত্তি স্থানান্তর কাজ, স্বেচ্ছাসেবক, শিক্ষা, চিকিৎসা প্রয়োজন এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া। এসব কারণে অনুমতি পাবেন যে কেউ।
সানবিডি/এনজে