দর বৃদ্ধির শীর্ষে এনআরবিসি ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৫ ১৫:৫৩:৪১


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনআরবিসি ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৭৫ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৫৭৯ বারে ৯৩ লাখ ৯৯ হাজার ১২৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ কোটি ৫১ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা জিবিবি পাওয়ারের দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪২৪ বারে ২৩ লাখ ১ হাজার ৩৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৩০ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ই-জেনারেশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৫১ শতাংশ। কোম্পানিটি ৮৭০ বারে ৫ লাখ ৩৮ হাজার ১১৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৮৫ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৩ দশমিক ৮২ শতাংশ, লাভেলো আইসক্রীমের ৩ দশমিক ৭৫ শতাংশ, রানার অটোমোবাইলসের ৩ দশমিক ৭০ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৩ দশমিক ২২ শতাংশ, লুব-রেফের ২ দশমিক ৭১ শতাংশ ও আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ২ দশমিক ৫৩ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd News–ক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজ

সানবিডি/এসকেএস/১৫:৫৩/২৫/৩/২০২১