আরও শক্তিশালী হবে বৈশ্বিক অর্থনীতি: আইএমএফ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৫ ১৭:৪৯:৪৯
চলমান মহামারি করোনাভাইরাসজনিত ক্ষতি কাটিয়ে উঠে এ বছর বিশ্বের অর্থনীতি আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তবে এক্ষেত্রে কিছু ঝুঁকির বিষয়েও সতর্ক করেছেন প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা। তার মতে, অন্যতম ঝুঁকি হলো ভাইরাসের ঘন ঘন রূপান্তর। খবর রয়টার্স।
এ ব্যাপারে আইএমএফের প্রথম উপব্যবস্থাপনা পরিচালক জিওফ্রে ওকামটো বলেন, আগামী এপ্রিলের শুরুতে জানুয়ারিতে দেয়া ৫ দশমিক ৫ শতাংশ বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস হালনাগাদ করা হবে।
চীন ডেভেলপমেন্ট ফোরামকে দেয়া বক্তব্যে ওকামটো উন্নত অর্থনীতি ও বহির্গামী অর্থনীতির মধ্যকার পার্থক্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। কারণ মহামারীর কারণে অন্তত নয় কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমেছে। চীন এরই মধ্যে করোনার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে প্রাক-মহামারীকালের পর্যায়ে ফিরে এসেছে। যদিও ব্যক্তি খাত এখনো বিনিয়োগের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। চীনের বাইরে উন্নত ও উদীয়মান বাজারের অর্থনীতির মধ্যে বেশ বড় ফারাক রয়ে গেছে।
সানবিডি/এনজে