অনুমোদন পেল কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৫ ১৮:২৫:২০
বাংলাদেশ পুলিশের প্রতিষ্ঠান পুলিশ কমিউনিটি ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন পেয়েছে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৬৭ তম কমিশন সভায় প্রতিষ্ঠানটিকে অনুমোদন দেওয়া হয়েছে।
ব্যাংক সূত্র মতে, পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকিং শুরু করার কমিউনিটি ব্যাংকের পর্ষদ সভায় সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের আলোকে কোম্পানি হিসেবে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক (আরজেএসসি) তারা। এর পর অনুমোদনের জন্য আবেদন করে বিএসইসিতে।
সূত্র মত, এই কোম্পানিটির পরিশোধিত মূলধন হবে ২৫ কোটি টাকা। বর্তমানে মার্চেন্ট ব্যাংক রয়েছে ৬৩টি। নতুন এই প্রতিষ্ঠানটিসহ হবে ৬৪টি মার্চেন্ট ব্যাংক।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর