চাঁপাইনবাবগঞ্জে বারি গম বীজ উৎপাদন-সংরক্ষণ শীর্ষক মাঠ দিবস

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২১-০৩-২৫ ১৮:২২:৫০


চাঁপাইনবাবগঞ্জে আধুনিক প্রযুক্তি প্রয়োগে বারি গম-৩৩ এর বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) দিনব্যাপি বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শিবগঞ্জ উপজেলার লাহাপুরে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এছরাইল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম। বক্তারা- আধুনিক প্রযুক্তি প্রয়োগে বারি গম-৩৩ এর বীজ উৎপাদন ও সংরক্ষণে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।