দুই বছরের সর্বোচ্চে অ্যালুমিনিয়ামের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৭ ১৪:১১:৪৩
বৈশ্বিক বাজারে সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে অ্যালুমিনিয়ামের দাম। ২০১৮ সালের পর থেকে সর্বোচ্চে উঠেছে মূল্যবান ধাতুটির দাম। বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা যদিও এর আগে এর মূল্য কমে যাওয়ার শঙ্কায় ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে চীন-যুক্তরাষ্ট্রের মতো বিশ্ব অর্থনীতির শক্তিশালী দেশগুলোতে উৎপাদন বৃদ্ধি এবং অর্থনীতির চাকাকে আরো গতিশীল করার উদ্যোগের ফলে অ্যালুমিনিয়ামের চাহিদা বেড়েছে। এছাড়াও কার্বন দূষণ রোধে চীনের অ্যালুমিনিয়ামের ব্যবহার কমানোর খবর বৈশ্বিক সরবরাহে ঘাটতি ডেকে এনেছে। ফলে চাহিদার তুলনায় কম অ্যালুমিনিয়ামের সরবরাহ এর মূল্যবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে। খবর রয়টার্স।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৮ শতাংশ বেড়েছে। এর মূল্য বেড়ে দাঁড়িয়েছে টনপ্রতি ২ হাজার ২৮৬ ডলার ৫০ সেন্ট। এর আগে প্রতি টন অ্যালুমিনিয়ামের দাম ছিল ২ হাজার ২৮২ ডলার ৫০ সেন্ট।
সানবিডি/এনজে