৫০ শতাংশ কমতে পারে ইন্দোনেশিয়ার পাম অয়েল মজুদ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৮ ১৪:০৪:০৩
বর্তমানে বিশ্বের শীর্ষ পাম ওয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া।তবে দেশটি ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে পণ্যটি উৎপাদন করতে পারছে না।চাহিদা ও উৎপাদনের এ অসামঞ্জস্যের কারণে নিকটভবিষ্যতে ইন্দোনেশিয়ার পাম অয়েলের মজুদে বড়সড় ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্দোনেশিয়ান পাম অয়েল অ্যাসোসিয়েশন সম্প্রতি জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ দেশটিতে এ ভোগ্যপণ্যের মজুদ প্রায় অর্ধেক কমে ২৬ লাখ ৭০ হাজার টনে নেমে আসতে পারে। খবর রয়টার্স।
২০২০ সাল শেষে ইন্দোনেশিয়ার পাম অয়েল মজুদের পরিমাণ ছিল ৪৮ লাখ ৭০ হাজার টন। চলতি বছর শেষে এর পরিমাণ আরো ৪৫ শতাংশ কমতে পারে বলে ধারণা করছে অ্যাসোসিয়েশন।
সানবিডি/এনজে