বিপিজিএমইএ’র নতুন সভাপতি হলেন সামিম আহমেদ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৮ ১৫:৩৬:০৬
বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি পদে সামিম আহমেদ নির্বাচিত হয়েছেন।
গিয়াসউদ্দিন আহমদ সিনিয়র সহ-সভাপতি হয়েছেন। আর সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কে এম ইকবাল হোসেন এবং কাজী আনোয়ারুল হক।
শনিবার অ্যাসোসিয়েশনের পল্টনস্থ প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের (২০২১-২০২২ সেশন) অফিস বেয়ারার্স নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এ ফল ঘোষণা করেন।
সানবিডি/এনজে