শহীদদের স্মরণে সিঙ্গারের মোমবাতি প্রজ্বালন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-২৯ ১৩:১৪:৪৭


দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স রিটেইলার সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ২৫ মার্চ কালরাতে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছে।

সিঙ্গার বাংলাদেশের প্রধান কার্যালয় এবং দেশজুড়ে সিঙ্গারের ৪৩০টি রিটেইল আউটলেট থেকে সিঙ্গারের প্রায় পাঁচ হাজার কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

এছাড়া সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের এমডি ও সিইও এমএইচএম ফাইরোজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান কার্যালয় থেকে এ কর্মসূচিতে অংশ নেন।