আংশিক লকডাউনের পরামর্শ দিয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-২৯ ১৬:১৬:৩১


দেশের যে সকল জায়গায় মহামারি করোনার সংক্রমণ বেশি,সেসব জায়গায় আংশিক লকডাউনের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (২৯ মার্চ) হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের  সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী  অনলাইনে এ অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘সংক্রমণ রোধে সরকারকে আমরা পরামর্শের একটি বড় লিস্ট দিয়েছি। আশা করছি,  প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দুই-একদিনের মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত আসবে।’

সানবিডি/এনজে