শবে বরাত উপলক্ষে আতর, টুপি, তসবিহ বিক্রির ধুম

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৩-৩০ ১০:৩৭:৩৯


পবিত্র শবে বরাতকে ঘিরে রাজধানীর অধিকাংশ মসজিদের সামনে বসেছে আতর, টুপি, সুরমা, জায়নামাজ, তসবিহসহ ধর্মীয় বইয়ের ভাসমান দোকান।

দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছেন মসজিদ সংলগ্ন প্রধান ফটকে। তবে অন্য বছর থেকে এবারের শবে বরাত ভিন্ন বলে জানান বিক্রেতারা।

তারা বলছেন, অন্য বছরে আসর নামাজের পরই বিক্রি শুরু হলেও এবারের বিক্রি নেই, ক্রেতার উপস্থিতিও কম।

সোমবার (২৯ মার্চ) রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ পার্শ্ববর্তী আরও কয়েকটি মসজিদ ঘুরে এ চিত্র দেখা গেছে।

এসব এলাকার ভাসমান দোকানগুলোতে প্রতিটি কোরআন শরিফ, বুখারি শরিফ, মোকছুদুল মোমেনিন, তাফসির শরিফ, পকেট কোরআন, নামাজ শিক্ষা বই, ধর্মীয়গ্রন্থ পাওয়া যাচ্ছে ১৫০ টাকা থেকে ১৬০০ টাকার মধ্যে। প্রতি পিস টুপি পাওয়া যাচ্ছে ১০ টাকা থেকে ২৫০ টাকায়, পাঞ্জাবি ২০০ থেকে ৫০০ টাকা, পায়জামা ১৫০ থেকে ৪০০ টাকায় পাওয়া যাচ্ছে।

বিভিন্ন ধরনের তসবিহ যেমন- পাথরের, রেডিয়াম, কাঠের তসবিহ, ফাইবারের তসবিহ পাওয়া যাচ্ছে ২০ থেকে ২০০০ টাকায়।

আকিক, রয়েল, পাখুর, রয়েল প্রফেসি, সিলভার হোয়াইট, সুলতান, আফিফসহ বিভিন্ন আতর পাওয়া যাচ্ছে ১৫ থেকে ৫০০০ টাকায়। জায়নামাজ পাওয়া যাচ্ছে ১০০ থেকে ৬৫০ টাকায়, জয়তুন-পিনু-নিসহ বিভিন্ন মেশওয়াক পাওয়া যাচ্ছে ১০ থেকে ৮০ টাকায়।

সাইদুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন, এবারের বিক্রি অতীতের যেকোনো সময়ের চেয়ে কম। এবার ক্রেতা নেই, সামনে রমজান মাসেও এমন হলে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হতে হবে।