ইমরান খানকে ফোন করলেন সৌদি যুবরাজ সালমান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-৩০ ১৫:৫৩:৪৭


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার করা এই ফোনে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয়। এ জন্য ইমরান খানকে সৌদিতে আমন্ত্রণ জানানো হয়।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদির নেওয়া সবুজ উদ্যোগ এবং সবুজ মধ্যপ্রাচ্যের উদ্যোগের প্রশংসা করে একটি চিঠি লিখেছেন। খবর দ্য ডনের।

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের খবরে বলা হয়েছে— সৌদি যুবরাজ ফোন করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। ইমরান খানও সৌদি যুবরাজের মঙ্গল কামনা করেন, যিনি সম্প্রতি একটি অস্ত্রোপচার করিয়েছিলেন।

সানবিডি/এনজে