আগামী অধিবেশনেই হচ্ছে গণমাধ্যমকর্মী আইন ও সম্প্রচার নীতিমালা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৩-৩০ ১৬:১৫:২৪
আগামী সংসদ অধিবেশনেই জাতীয় গণমাধ্যমকর্মী আইন ও সম্প্রচার নীতিমালা পাস হবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
মঙ্গলবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি- ঢাকার প্রীতিভোজ ও সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বৃহস্পতিবার (১ এপ্রিল) সংসদ অধিবেশন বসছে। আমরা আশা করছি, এ অধিবেশনের মধ্যে এ দুটি আইন সংসদে পাস করতে পারব। এজন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে।’
তিনি বলেন, ‘এ আইন দুটি পাস হলে সাংবাদিকদের কাজের নিরাপত্তা দাবি ও অধিকার প্রতিষ্ঠিত হবে। হয়রানি ও চাকরিচ্যুতির ঘটনা কমে আসবে।’
এদিকে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এখন যারা দেশে সহিংসতা করছে তারা উন্নয়নবিরোধী। তাদের প্রতিহত করতে হবে। গণমাধ্যমকে অস্থিতিশীল পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
/এ এ