রোনালদো-জোটা বাঁচালেন পর্তুগালকে 

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২১-০৩-৩১ ১২:৫২:৪৫


অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো, ডিয়োগো জোটা ও জোয়াও পালহিনহার গোলে লুক্সেমবার্গের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে পর্তুগাল।

র‍্যাংকিংয়ে দুই দলের মধ্যে বিস্তর ফারাক। পর্তুগাল যেখানে আছে ফিফা র‍্যাংকিংয়ের পাঁচে, লুক্সেমবার্গ সেখানে ৯৮ নম্বরে।

অথচ ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে দুই দলের ম্যাচের আধা ঘণ্টা শেষে এক গোলের ব্যবধানে এগিয়ে লুক্সেমবার্গ। ঘরের মাঠে অঘটন ঘটানোর পথেই ছিল তারা।

সেটি অবশ্য আর হতে দেয়নি পর্তুগিজরা। অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো, ডিয়োগো জোটা ও জোয়াও পালহিনহার গোলে শেষ পর্যন্ত ৩-১ গোলের সহজ জয় পেয়েছে তারা।

ম্যাচের ৩০ মিনিটে দানেল সিনানির পাস থেকে গোল করে লুক্সেমবার্গকে এগিয়ে নেন গেরসন রদ্রিগেস। পর্তুগাল সমতায় ফেরে প্রথমার্ধ শেষে যোগ করা সময়ে।

পেদ্রো নেতোর পাস থেকে গোল করেন লিভারপুলে খেলা ফরোয়ার্ড জোটা। দ্বিতীয়ার্ধে পর্তুগালকে এগিয়ে নেন রোনালদো।

জোয়াও ক্যান্সেলোর পাস থেকে গোল করতে ভুল করেননি পর্তুগাল অধিনায়ক। ম্যাচের ৮০ মিনিটে আবারও অ্যাসিস্ট করেন নেতো।

তার পাস থেকে গোল করে পালহিনহা নিশ্চিত করেন, পর্তুগাল পাচ্ছে পূর্ণ তিন পয়েন্ট। বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ অঞ্চলের গ্রুপ ‘এ’তে আছে পর্তুগাল। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে তারা।