অধিকারের জন্য লড়াই করতে হবে: ইসমাইল হানিয়া
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-৩১ ১৮:১৬:২৩
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনের অধিকার একটি পবিত্র অধিকার, এটা কেউ ছেড়ে দিতে পারে না। এ অধিকারের জন্য লড়াই করতে হবে।
৪৫তম ভূমিদিবস উপলক্ষে তুর্কি সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে হানিয়া বলেন, ভূমিদিবস বিশ্বের সব ফিলিস্তিনিকে একতাবদ্ধ করে।
তিনি বলেন, এটি এমন একটি দিবস, যে দিনটি জেরুজালেম, গাজা, ওয়েস্টব্যাঙ্কের নির্বাসিত ও অভিবাসী ফিলিস্তিনিদের একতাবদ্ধ করে। ফিলিস্তিনিদের কাছে এটি অনেক অর্থবহ এবং তারা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন।
তিনি বলেন, ‘সবচেয়ে জরুরি বিষয় হলো, দিনটি আমাদের দেখিয়ে দেয়, আমাদের এবং দখলদার বাহিনীর মধ্যে সঙ্ঘাতটা মূলত ভূমিকে কেন্দ্র করে।’
ইসমাইল হানিয়া বলেন, ‘দখলদারদের হাতে ফিলিস্তিনি ভূমি চলে যাওয়ার পর থেকে এর বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে, মাতৃভূমি রক্ষা করতে গিয়ে জনগণ তাদের বিপুল সম্পদ ও জীবন উৎসর্গ করেছে।’
১৯৭৬ সালে ইসরায়েলি সেনাদের হাতে নিহত ৬ ফিলিস্তিনির স্মরণে দিবসটি পালিত হয়। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন তারা।
ফিলিস্তিনিরা গতকাল মঙ্গলবার (৩০ মার্চ) যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।
/এ এ