দশম ডি-৮ সম্মেলনে গুরুত্ব পাবে ৬টি খাত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-৩১ ১৮:৫৭:৪৭


উন্নয়নশীল ‍আট দেশের জোট বা ডি-এইট রাষ্ট্রগুলোর শীর্ষ পর্যায়ের দশম সম্মেলন আগামী পাঁচ থেকে আট এপ্রিল ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এবারের সম্মেলনের স্বাগতিক দেশ।

দশম শীর্ষ এই সম্মেলনে বাণিজ্য, কৃষি ও খাদ্য নিরাপত্তা, শিল্প সহযোগিতা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পরিবহন, জ্বালানী ও খনিজসম্পদ এবং পর্যটন—এই ছয়টি খাতে উন্নয়নশীল আট দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি আন্তর্জাতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে সম্মিলিত নীতিগত অবস্থান গ্রহণ করা হবে। এবারের শীর্ষ সম্মেলনে ‘সদস্য দেশগুলোকে নিয়ে আগামী ১০ বছরের পরিকল্পনা’ এবং ‘ঢাকা ঘোষণা-২০২১’ গ্রহণ করা হবে। এবারের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে, ‘রূপান্তরিত বিশ্বের জন্য অংশীদারিত্ব: যুব এবং প্রযুক্তির শক্তিকে কাজে লাগানো’।

আজ বুধবার (৩১ মার্চ) আসন্ন ডি-৮ সম্মেলন উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় এ সম্মেলন সফলভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

সানবিডি/এনজে